ইউক্রেনের মার্কিন কূটনীতিকদের পোল্যান্ডে রাত কাটানোর নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত মার্কিন কূটনীতিকদের পোল্যান্ডে রাত কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর ওই দুই অঞ্চলে রুশ সেনা পাঠানোর নির্দেশে সোমবার সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থে জরুরি এ নির্দেশনা জারি করে।
রুশ হামলার আশঙ্কায় এর আগে মার্কিন দূতাবাস ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরিয়ে লিভ শহরে স্থানাস্তর করা হয়।
সোমবার রাতে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থে লিভের সীমান্তবর্তী পোল্যান্ডে গিয়ে রাতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পুতিন বলেছেন— দোনেস্ক ও লুগানস্কে 'শান্তিরক্ষী বাহিনীর' কাজ করবে রাশিয়ার সেনারা। সেখানে কোনো হামলার পরিকল্পনা নেই রাশিয়ার।
আমেরিকাসহ ন্যাটোভুক্ত দেশগুলো যখন অভিযোগ করছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় এবং মস্কো যখন এ অভিযোগ অস্বীকার করছে, তখন ভিন্ন ধরনের এ নির্দেশ দিলেন পুতিন।
ওই দুটি অঞ্চল ২০১৪ সাল থেকে রুশপন্থি অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানকার বেশিরভাগ নাগরিককে এরই মধ্যে রাশিয়ার পাসপোর্ট দিয়েছে মস্কো।
