Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচির অভিযোগ রাশিয়ার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ১২:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচির অভিযোগ রাশিয়ার

যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচি পরিচালিত হয়েছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। বুধবার যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে এ  ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই অভিযোগের ব্যাপারে ওয়াশিংটনের কাছে স্বচ্ছতার দাবি করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।  পেন্টাগনের একজন মুখপাত্রও এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। 

মারিয়া জাখারোভা এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে এই ব্যাপারে সত্যতা আমরা নিশ্চিত করেছি। আমাদের কাছে জীবাণু অস্ত্র কর্মসূচির প্রমাণ মুছে ফেলার চেষ্টার প্রমাণ আছে। 

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ব্যবহার কিংবা বৈজ্ঞানিক কোনো লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করছি না। তাহলে তারা সেখানে কী করছে? এটা (জীবাণু অস্ত্র কর্মসূচি) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে। 

মারিয়া জাখারোভা আরও বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিতে বাধ্য। আনুষ্ঠানিকভাবেই ব্যাখ্যা দিতে হবে কোনো ব্যক্তি পর্যায়ে নয়। 

তিনি বলেন, আমরা বিস্তারিত জানতে চাই। বিশ্বও এ ব্যাপারে জানার জন্য অপেক্ষা করছে। 
 

যুক্তরাষ্ট্র রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম