Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে তুর্কি সমরাস্ত্রের বিক্রি বেড়েছে কয়েক হাজার গুণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৯:৩১ এএম

ইউক্রেনে তুর্কি সমরাস্ত্রের বিক্রি বেড়েছে কয়েক হাজার গুণ

রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তুরস্ক থেকে সমরাস্ত্র কেনা কয়েক হাজার গুণ বেড়েছে ইউক্রেনের।

গত বছরের চেয়ে চলতি বছরের প্রথম দুই মাসে তুরস্ক থেকে সমরাস্ত্র কিনতে ব্যয় হয়েছে ৫ হাজার ৪৯১ শতাংশ বেশি অর্থ।

ইউক্রেন ২০২১ সালে তুরস্কের কাছ থেকে কেবল মাত্র ৯ লাখ ৭০ হাজার ডলারের অস্ত্র কিনেছিল। এ বছর তুরস্ক থেকে ফেব্রুয়ারি পর্যন্তই ৫ কোটি ৯০ ডলারের অস্ত্র কিনেছে দেশটি। খবর মিডলইস্ট আইয়ের।
 
আঙ্কারার সঙ্গে কিয়েভের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছেন। ইতোমধ্যে ২০টি তুর্কি সামরিক ড্রোন বায়রাকতার টিবি২ কিনেছে ইউক্রেন।

রুশ অভিযান শুরু ঠিক আগ মুহৃর্তে আরও ১৬টি কেনার জন্য জন্য অর্ডার দেওয়া হয়েছে।
 
সুসম্পর্কের কারণে প্রতিটি বায়রাকতার টিবি২ সামরিক ড্রোনে ৩০ শতাংশ ডিসকাউন্টে ইউক্রেনের কাছে ৭০ লাখ ডলারে বিক্রি করছে তুরস্ক।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সিয়ে রেজনিকভ সম্প্রতি আরও তুর্কি এ সামরিক ড্রোন কিনবেন বলে ঘোষণা দিয়েছেন।

তুর্কি সমরাস্ত্রের বিক্রি .

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম