Logo
Logo
×

আন্তর্জাতিক

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ১২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৬:৫২ এএম

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ১২

ছবি: সংগৃহীত

ইকুয়েডের দক্ষিণাঞ্চলে একটি কারাগারে দুদল বন্দির মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ১০ জন। 

রোববার ইকুয়েডরের কুয়েঙ্কা এলাকার ‘এল তুরি’ নামে ওই কারাগারে নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইকুয়েডরের ওই কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অধিক বন্দি থাকার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: রয়টার্স।

ইকুয়েডর কারাগার দাঙ্গা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম