Logo
Logo
×

আন্তর্জাতিক

মাধ্যমিকের উত্তরপত্রে ‘পুষ্পা’র সেই সংলাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৪:৫৪ পিএম

মাধ্যমিকের উত্তরপত্রে ‘পুষ্পা’র সেই সংলাপ

এই তো কদিন আগে ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ ঝড় তুলে গেল ভারতে।  সিনেমার গান, সংলাপ নিয়ে কত না হইচই চলেছে।

বিশেষ করে সিনেমা মূখ্য অভিনেতা আল্লু আর্জুনের ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হু ম্যায়’, ‘পুষ্পা, পুষ্পা রাজ, আপুন ঝুকেগা নেহি শালা’ - এ দুটি সংলাপ চলেছে সিনেপ্রেমীদের মুখে মুখে।

এরপর রাজমৌলির ‘আরআরআর ’এসে পুষ্পাকে অতীত করে দিলেও এর রেশ যে এখনো কাটেনি তা বোঝা যাচ্ছে একটি ঘটনায়।

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় এক পরীক্ষার্থীর উত্তরপত্রে উঠে আসলো ‘পুষ্পা’র সোয়্যাগ।

উত্তরের যায়গায় পরীক্ষার্থী লিখেছে ‘পুষ্পা’ ছবির সেই বিখ্যাত সংলাপ - ‘পুষ্পা, পুষ্পা রাজ। আপুন ঝুকেগা নেহি শালা।’ 

তবে এখানে সেই পরীক্ষার্থী একটু পরিবর্তন এনেছে। ‘ঝুকেগা’র পরিবর্তে ‘লিখেগা’ (লিখব না) লিখেছে সে। 

অর্থাৎ পুষ্পার সংলাপ নকলের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীটি বুঝিয়ে দিয়েছে, যত চেষ্টাই করুণ, আমি খাতায় কিছুই লিখব না।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বিরক্ত হলেও নেটদুনিয়ায় ভাইরাল পরীক্ষার্থীর সেই লেখাটি।

যদিও এই ভাইরাল ছবির সত্যতা সম্পর্কে এখনো জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবর, করোনার কারণে ভারতে দীর্ঘসময় বন্ধ ছিল স্কুল-কলেজ। দুই বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি সেখানে। এবারের মাধ্যমিক পরীক্ষা নিলেও উদ্ভট সব উত্তরপত্র দেখে মাথায় হাত পরীক্ষকদের। শোনা যাচ্ছে, পরীক্ষকরা এমন সব খাতা পেয়েছেন, যাতে একটিও শব্দ লেখা নেই। অনেকে আবার প্রশ্নপত্রের হুবহু নকল করে উত্তরপত্রে লিখেছে। কিন্তু সব থেকে অবাক করে দিয়েছে ‘পুষ্পা’র এই সংলাপ।
 

পুষ্পা মাধ্যমিক সংলাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম