Logo
Logo
×

আন্তর্জাতিক

লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৭:৩১ এএম

লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ৮

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে আটজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই।

একটি টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন- শনিবার যখন হিরস্কে ও জোলোট শহরে বোমাবর্ষণ করা হয়েছিল, তখন ছয়জন মারা গিয়েছিল।

পৃথকভাবে পোপাসনা শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা বেশ কয়েক দিন আগে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে জানা যায়।

হাইদাই আরও বলেন, সেভেরোদোনেৎস্ক শহরের একটি পুলিশ অফিস ধ্বংস করা হয়েছে।

এই সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া বলেছিল যে তারা রাজধানী কিইভসহ উত্তর ইউক্রেনের দখলে ব্যর্থ হওয়ার পরে লুহানস্ক এবং প্রতিবেশী দোনেৎস্ক অঞ্চলসমূহ দখল করার জন্য তাদের সামরিক অভিযানে মনোযোগ দিচ্ছে।

লুহানস্ক রাশিয়া গোলাবর্ষণ নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম