Logo
Logo
×

আন্তর্জাতিক

বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২২, ১০:৪০ এএম

বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি


পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের কয়েকদিনের মধ্যেই জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি রোববার রাজ পরিবারের একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে।

অবশ্য প্রতিবেদনে বাদশাহ সালমানের অবস্থা বা পরীক্ষার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। ৮৬ বছর বয়সী বাদশাহকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। 

রাজ পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, সৃষ্টিকর্তা যেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ককে রক্ষা করেন।  তিনি যেন স্বাস্থ্য ও সুস্থতা উপভোগ করেন।

চলতি বছরের শুরুতেই  রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, বাদশাহ সালমানকে তার পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রাজধানী রিয়াদে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০২০ সালে তার গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। সূত্র: আল জাজিরা

সৌদি আরব বাদশাহ সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম