Logo
Logo
×

আন্তর্জাতিক

রাজিব গান্ধী হত্যায় দণ্ডিত আসামি ৩১ বছর পর খালাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৮:৪৮ এএম

রাজিব গান্ধী হত্যায় দণ্ডিত আসামি ৩১ বছর পর খালাস

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের একজন এজি পেরারিভালানকে ৩১ বছর পর মুক্তি দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্তে রাজিব গান্ধী হত্যার অপর আসামি নলিনী শ্রীহরণ ও তার স্বামী মুরুগান, একজন শ্রীলংকার নাগরিকসহ বাকি ছয় অভিযুক্তের মুক্তির পথ প্রশস্ত হয়েছে।

রাজিব গান্ধী হত্যার সময় ১৯ বছর বয়সি পেরারিভালানের বিরুদ্ধে ৯ ভোল্টের দুটি ব্যাটারি সিভারাসনের জন্য কেনার অভিযোগ আনা হয়েছিল। সিভারাসন ছিলেন রাজিব গান্ধী হত্যার পরিকল্পনাকারী ও শ্রীলংকার তামিল বিদ্রোহী সংগঠন লিবারেশন টাইগার অফ তামিল ইলমের সদস্য।

পেরারিভালানের কেনা ব্যাটারি দুটি রাজিব গান্ধী হত্যার জন্য বোমায় ব্যবহার করা হয়েছিল।

১৯৯১ সালের ২১ মে এক নির্বাচনি সভায় যোগ দিতে গেলে রাজিব গান্ধীকে লক্ষ্য করে ধানু নামে এক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। সে হামলায় রাজিব গান্ধীর মৃত্যু হয়।

রাজিব গান্ধী হত্যা আসামি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম