Logo
Logo
×

আন্তর্জাতিক

শাহরুখপুত্রের মাদককাণ্ড: এবার শাস্তির মুখে সেই সমীর ওয়াংখেড়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৩:৩০ এএম

শাহরুখপুত্রের মাদককাণ্ড: এবার শাস্তির মুখে সেই সমীর ওয়াংখেড়ে

মাদককাণ্ডে দায়ের হওয়া মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

এখন উল্টো এ ঘটনায় ফেঁসে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে, যিনি আরিয়ানকে গ্রেফতার করেছিলেন। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনন্দবাজার পত্রিকার।

এনসিবির চোখে আরিয়ান খান নির্দোষ। শাহরুখপুত্রের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। চার্জশিট পেশ হওয়ার পরই নড়েচড়ে বসল কেন্দ্র।

এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে সরকার।

গত বছরের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় এনসিবির অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর।

সেখান থেকেই মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তার সঙ্গীদের। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান আরিয়ান। তারপরও নিয়মিত এনসিবি দফতরের জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হতো তাকে। গত শুক্রবার পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান নির্দোষ।

এর পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।

প্রাথমিকভাবে এই মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদসহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বাই শাখার ওপর। তার নেতৃত্বে ছিলেন সমীরই। পরে ওই তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় কেন্দ্র নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে।

ভুয়া তদন্ত, তদন্তে প্রভাব খাটানোসহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয়েছিল সমীরকে। এবার আরিয়ানকে চার্জশিটে নির্দোষ ঘোষণার পর শাস্তির মুখে পড়েছেন সাবেক ওই এনসিবি কর্মকর্তা।

শাহরুখ. মাদক কাণ্ড. শাস্তির মুখে. সমীর ওয়াংখেড়ে.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম