Logo
Logo
×

আন্তর্জাতিক

ড্রোন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তুরস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৮:০৫ এএম

ড্রোন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তুরস্ক

বিশ্বে সর্বাধুনিক ড্রোন নির্মাণের পর এবার ড্রোন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির দিকে ঝুঁকছে তুরস্ক।

দেশটির সমরাস্ত্র তৈরি ও গবেষণা প্রতিষ্ঠান (সাগে) এ প্রকল্প নিয়ে এখন কাজ করছে। খবর ডেইলি সাবাহর।

যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য এসব ক্ষেপণাস্ত্র তৈরিতে তুরস্কের রাষ্ট্রীয় সমরাস্ত্র তৈরি প্রতিষ্ঠান দেশটির কোকায়লি প্রদেশের জেবজি জেলায় এক প্রদর্শনীর আয়োজন করে।

এতে প্রকল্পের মহাপরিচালক গুরকার অকুমুস বলেন, আগামীতে সমরাস্ত্র প্রযুক্তিতে বেশ পরিবর্তন আসবে। এ কারণে আগে থেকেই তুরস্ক সমরাস্ত্র আধুনিকায়ন করছে।

তুরস্কের বায়রাক্তার টিবি২ হলো— একটি সর্বাধুনিক প্রযুক্তির আক্রমণকারী ড্রোন। এটির নকশাকার হলেন সেলজুক বায়রাক্তার। তুর্কি ভাষায় বায়রাক্তার শব্দের অর্থ হলো পতাকাবাহী।

এটি তুরস্ক বিমানবাহিনীর জন্য প্রাথমিকভাবে নকশা করা হয়। এবার ড্রোন থেকে হামলার জন্য নিজেরাই ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

ড্রোন. তুরস্ক.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম