Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার ওয়াশিংটনে বন্দুক হামলা, কিশোর নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৩:২৬ এএম

এবার ওয়াশিংটনে বন্দুক হামলা, কিশোর নিহত

যুক্তরাষ্ট্রে একের পর এক ঘটছে বন্দুক হামলার ঘটনা। এবার রাজধানী ওয়াশিংটনে পথচারীদের ভিড়ের মধ্যে বন্দুক হামলায় ১৫ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে।

এ হামলায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর ফক্স নিউজের।

স্থানীয় সময় রোববার রাতে ওয়াশিংটনে আচমকাই চলল গুলি। পরে ঘটনাস্থলে যাওয়া পুলিশ অফিসাররাও আক্রান্ত হন।

ওয়াশিংটন ডিসির পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম ওয়াশিংটনে। যেখানে বন্দুক হামলা হয়েছে, তার অনতিদূরেই চলছিল একটি কনসার্ট।

স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় ছিল রাস্তায়। এরই মধ্যে গুলি চলে। ঘটনাটিতে বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। গুলি লেগেছে বেশ কয়েকজন পুলিশ সদস্যের।

এদের মধ্যে গুলিবিদ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ভিড়ের কারণে বন্দুকধারীদের ওপর পাল্টা গুলিবর্ষণ করতে পারেনি পুলিশ। হামলাকারীদেরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বন্দুক হামলা. কিশোর নিহত.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম