Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের স্কুলবাস খাদে পড়ে প্রাণ গেল ১৬ জনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৬:৫৪ এএম

ভারতের স্কুলবাস খাদে পড়ে প্রাণ গেল ১৬ জনের

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস গিরিখাদে পড়ে শিশু শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে কুলু জেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

কুলু জেলা কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসটি কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল, কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে সেটি খাদে পড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলার কর্মকর্তারা ও উদ্ধারকারী দলগুলো। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
 
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ শিক্ষার্থী ছিল।  

 

নিহত ১৬.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম