Logo
Logo
×

আন্তর্জাতিক

অসন্তুষ্টি দানা বাঁধছে রুশ সেনাদের মধ্যে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২২, ১২:১৫ পিএম

অসন্তুষ্টি দানা বাঁধছে রুশ সেনাদের মধ্যে

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি হামলা করে রাশিয়া৷ দীর্ঘ চারমাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে তারা।

যুদ্ধ দীর্ঘ হওয়ায় প্রয়োজনীয় বিশ্রামটুকু তারা পাচ্ছে না৷ আর এ কারনে রুশ সেনাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিচ্ছে। সোমবার এমন দাবি করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগ। 

গত জুন মাসের শেষ দিকে রাশিয়ার বৈকাল লেকের একটি ভিডিওর কথা উল্লেখ করেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা৷ 

তারা জানিয়েছে, সেই অঞ্চল থেকে যেসব সেনা ইউক্রেনে যুদ্ধ করতে গেছেন, তাদের স্ত্রীরা  স্থানীয় রাজনীতিবীদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তাদের স্বামীদের বিশ্রাম দেওয়া হয় এবং ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়৷ 

এক সৈন্যর স্ত্রী বলেন, ইউক্রেনে যুদ্ধরত তাদের স্বামীরা মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। 

এদিকে গত দুই সপ্তাহ আগে লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক দখল করতে সর্বশক্তি প্রয়োগ করে রুশ সেনারা। এ দুটি শহর দখলের পর সেখানকার সেনাদের বিশ্রাম দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম