মাহাথিরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসছেন নাজিব
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
প্রকাশ: ১২ জুলাই ২০২২, ০৯:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
১০ জুলাই ছিল তুন ডা. মাহাথিরের জন্মদিন। ৯৭ বছর বয়সে পা রাখলেন মাহাথির, তখন সাবেক প্রধানমন্ত্রী
নাজিব রাজাক নেটিজেনদের অবাক করে দিয়েছেন- যখন তিনি আজ ডা. মাহাথির মোহাম্মদকে জন্মদিনের শুভেচ্ছা পোস্ট করেছেন।
তিনি ফেসবুকে পোস্ট করেন - ‘শুভ জন্মদিন, আশা করি তুন ডা. মাহাথির প্রাচুর্য এবং সুস্বাস্থ্যের সাথে আশীর্বাদ করবেন’।
তার পোস্টের মধ্যে, ২৫০০০ লাইক এবং প্রায় ১ হাজারের ওপরে কমেন্ট জমা পড়ে। কমেন্টের বেশিরভাগই নাজিবের প্রশংসা করে লিখিত।
একজন অনুসারী বলছিলেন- যদিও আটোক (ড. মাহাথির) বোস্কুর সাথে খারাপ কাজ করেছিলেন, তবুও আপনি তার ভালো কামনা করেন।
অন্য একজন ভাষ্যকার বলেছেন, শুধুমাত্র শুভ কামনাই আছে যদিও তুন মাহাথির আপনাকে ঘৃণা করেন। আপনি একজন বড় হৃদয়ের নেতার উদাহরণ যার কোনো প্রতিহিংসা নেই এবং শত্রুদের ঘৃণা করেন।
একজন অনুসারী মাহাথিরকে নাজিবের জন্মদিন ভুলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং তাকেও শুভেচ্ছা জানানোর আহবান করেছেন। এই বৃদ্ধ বয়সে লড়াই করা ভালো নয়।
পরস্পরের সাথে দেখা হলে একে অপরকে অভিবাদন জানাবেন এবং হাই হ্যালো করবেন।
অনেকে মাহাথিরে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন এবং তার রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
