Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধের পর আজারবাইজান-আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৬:১৯ এএম

যুদ্ধের পর আজারবাইজান-আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক

২০২০ সালে নাগোরনো-কারাবাখ নিয়ে প্রাণঘাতী যুদ্ধের পর আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো বৈঠক করেছেন শনিবার।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জর্জিয়ার রাজধানী তিবলিসিতে দুই দেশের মন্ত্রীরা বৈঠকে বসেন। খবর ইউরো নিউজের।

বৈঠকে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বেইরামভ দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মিরজোয়ান বলেন, কারাবাখ সংঘাতের রাজনৈতিক সমাধান ছাড়া ককেশাস অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এ সময় তিনি আজারবাইজানের হাতে বন্দি আর্মেনিয়ার সেনাদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে আজেরি ভূখণ্ড থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, এখনো কারাবাখের অংশবিশেষ আরমেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের সময় নিখোঁজ চার হাজার আজেরি নাগরিকের ভাগ্যের বিষয়টিও পরিষ্কার হতে হবে।

এসব বিষয় নিয়ে সরাসরি সংলাপের জন্য তিনি আর্মেনিয়ার প্রতি আহ্বান জানান।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ২০২০ সালে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ওই যুদ্ধে দুই পক্ষের সাড়ে ছয় হাজার মানুষ নিহত হন।

রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে ওই বছরের নভেম্বরে যুদ্ধের অবসান হয়।

কারাবাখ. যুদ্ধের পর. আজারবাইজান-আর্মেনিয়া. পররাষ্ট্রমন্ত্রী. প্রথম বৈঠক.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম