সোমবার পর্যন্ত ‘ট্রাস্টি’ মুখ্যমন্ত্রী হিসেবে থাকছেন হামজা শরীফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০২:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দেশটির সুপ্রিম কোর্টে শনিবার শুনানি হয়েছে।
শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পার্লামেন্টে মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইমরান খানের পিটিআই মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেয় মুসলিম লিগ-কিউ এর পারভেজ এলাহিকে।
পারভেজ এলাহি মুখ্যমন্ত্রী নির্বাচনে ১৮৬টি ভোট পান। অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রার্থী হামজা শরীফ পান ১৭৯টি ভোট।
কিন্তু মুসলিগম লিগ-কিউ এর ১০টি ভোট বাতিল করে দেন ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারী। এরপর ৩ ভোটের ব্যবধানে হামজাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন তিনি। শনিবার হামজা শরীফ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
এই ভোট বাতিল করে দেওয়া নিয়ে আদালতের দারস্থ হয় পিটিআই এবং মুসলিম লিগ-কিউ। এটির ওপরই শনিবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ শুনানিতে অংশ নেন।
শনিবার কোনো রায় ছাড়া শুনানি শেষ হয়। সোমবার নতুন শুনানির দিন ধার্য করেন আদালত।
তবে আদালত এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী হামজা শরীফের ক্ষমতা কমিয়ে দিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছেন, সোমবার শুনানির আগ পর্যন্ত হামজা ‘ট্রাস্টি’ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
পাঞ্জাবের মতো বড় একটি প্রদেশ যেন সরকারবিহীন না থাকে সেজন্য তাকে ‘ট্রাস্টি’ মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে পারভেজ এলাহির আইনজীবী আদালতের কাছে অনুরোধ জানান, হামজা শরীফকে অন্তত যেন মন্ত্রীসভা গঠন করার সুযোগ না দেওয়া হয়। আদালত এটি প্রত্যাখান করে দেন। তবে আদালত জানান, হামজা খুবই ছোট একটি মন্ত্রীসভা গঠন করতে পারবেন। কিন্তু জায়গা দিতে হবে যোগ্যদের। অযোগ্যদের জায়গা দিলে আদালত হস্তক্ষেপ করবেন।
আদালতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ সময়ের মধ্যে কিছু করতে পারবেন না। বিষয়টি আদালত নজরদারি করবে।
সূত্র: দ্য ডন, জিও নিউজ
