Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হাসপাতালে ইউক্রেনীয় আহত সেনাদের চিকিৎসার অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৭:০৯ এএম

যুক্তরাষ্ট্রের হাসপাতালে ইউক্রেনীয় আহত সেনাদের চিকিৎসার অনুমোদন

যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনীয় আহত সেনাদের চিকিৎসা সহায়তা দেওয়ার একটি পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে পেন্টাগন। 

গত জুনের শেষ দিকে জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই সামরিক হাসপাতালে ইউক্রেনীয় সেনাদের চিকিৎসার এ অনুমোদন দেওয়া হয়। খবর আলজাজিরার। 

নাম প্রকাশ না করার শর্তে সামরিক এ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো ইউক্রেনীয় সেনাকে চিকিৎসা দেওয়া হয়নি। এ ছাড়া ইউক্রেনীয় সেনাদের আনতে যুক্তরাষ্ট্রের সেনারা ইউক্রেনে যাবেন না। 

তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনাদের ল্যান্ডস্টুহল রিজিওনাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালটি জার্মানির ফ্রাঙ্কফুর্টের দক্ষিণ-পশ্চিম রামস্টেইন বিমান ঘাঁটিসংলগ্ন। যুক্তরাষ্ট্রের বাইরে এটি দেশটির সর্ববৃহৎ সামরিক হাসপাতাল।

যুক্তরাষ্ট্র ইউক্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম