হোয়াইট হাউসের সামনে বজ্রপাতে নিহত ৩
মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের পাশেই বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যূ হয়। খবর ওয়াশিংটন পোস্টের।
ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অন্তত একটা ফায়ার ট্রাক দেখা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রবল বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হোয়াইট হাউসের পাশের ছোট্ট পার্কে আশ্রয় নিয়েছিলেন একদল মানুষ। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই নারী ও দুই পুরুষ মারাত্মকভাবে আহত হন।
তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হোয়াইট হাউসের সামনে বজ্রপাতে নিহত ৩
মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের পাশেই বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যূ হয়। খবর ওয়াশিংটন পোস্টের।
ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অন্তত একটা ফায়ার ট্রাক দেখা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রবল বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হোয়াইট হাউসের পাশের ছোট্ট পার্কে আশ্রয় নিয়েছিলেন একদল মানুষ। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই নারী ও দুই পুরুষ মারাত্মকভাবে আহত হন।
তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।