Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়াকে নিয়ে যে ঘোষণা দিল ইউরোপের এই দেশের পার্লামেন্ট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৪:৪৫ পিএম

রাশিয়াকে নিয়ে যে ঘোষণা দিল ইউরোপের এই দেশের পার্লামেন্ট

চলতি বছরের ২৪ ফেব্র্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এবার ইউরোপের দেশ লাটভিয়ার পার্লামেন্টে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া হয়েছে বিরল পদক্ষেপ। 

এক বিবৃতিতে রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্টপোষকতার রাষ্ট্র’ বলে ঘোষণা দিয়েছে লাটভিয়ার পার্লামেন্ট। বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একইসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে গণহত্যা’ শামিল। 

বিবৃতিতে বলা হয়েছে , লাটভিয়ার পার্লামেন্ট ‘রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অন্যান্য সমমনা দেশগুলোকেও একই দৃষ্টিভঙ্গি প্রকাশ করার আহ্বান জানাচ্ছে’।

লাটভিয়ার সংসদ সদস্যরা বলেন, তাদের মতে ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সহিংসতা রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসবাদ প্রয়োগ’। 

নির্বিচারে বেসামরিক লোকদের হত্যা করার জন্য ক্লাস্টার অস্ত্র ব্যবহারের নিন্দা করেছে তারা। 

রাশিয়া ইউক্রেন লাটভিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম