Logo
Logo
×

আন্তর্জাতিক

জেরুজালেমে গুলিতে কয়েকজন মার্কিন নাগরিক আহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৪:৪৬ পিএম

জেরুজালেমে গুলিতে কয়েকজন মার্কিন নাগরিক আহত

জেরুজালেমে অস্ত্রধারীর ছোড়া গুলিতে আহতদের মধ্যে মার্কিনিরাও রয়েছে বলে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নিডস রোববার এক বিবৃতি নিশ্চিত করেছেন।  জেরুজালেম পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেরুজালেমে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন যে মার্কিন নাগরিকরা আহত হয়েছেন, তবে এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি। 

স্থানীয় সময় শনিবার রাত ১টা ২৪ নাগাদ ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালসহ পবিত্র শহর জেরুজালেমের বেশ কিছু জায়গায় অস্ত্রধারীরা গুলি ছোড়ে।  এ সময় ইহুদি পুণ্যার্থীদের বহনকারী একটি বাসে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। ওয়েস্টার্ন ওয়ালে ঢোকার পথেই একটি গাড়ি পার্কিং এলাকায় চালানো হয় হামলা। এতে সাত পুরুষ ও একজন নারী গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে; তবে অবস্থা সংকটাপন্ন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আহত চার মার্কিন নাগরিক নিউইয়র্কের উইলিয়ামসবার্গ থেকে বুধবার ইসরাইলে পৌঁছেছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। তারা সাতমার হাসিদিক সম্প্রদায়ের অনুসারী।

হামলায় ঠিক কতজন জড়িত ছিল তা এখনো অস্পষ্ট। তবে ইসরাইলি পুলিশ অন্তত দুই সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে চালাচ্ছে তল্লাশি অভিযান। গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
 

ইসরাইল জেরুজালেম যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম