Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মিয়ানমারের ৮ নাগরিক আটক

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১১:০৪ পিএম

মালয়েশিয়ায় মিয়ানমারের ৮ নাগরিক আটক

মিয়ানমারের ৮ জন অবৈধ অভিবাসীকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে।

বুধবার সকালে সেলায়াং কুয়ালালামপুর পাইকারি বাজারে একটি সমন্বিত অভিযানে মিয়ানমারের ৮ জন পুরুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছে সন্দেহে আটক করা হয়।

কুয়ালালামপুরের ডেপুটি পুলিশ প্রধান দাতুক ইয়াহইয়া ওথমান বলেছেন, একজন স্থানীয় ব্যক্তি যিনি অভিবাসীদের নিয়ে এসেছিলেন বলে মনে করা হচ্ছে তাকেও পুলিশ, কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল), ইমিগ্রেশন বিভাগ এবং ন্যাশনাল অ্যান্টির যৌথ অভিযানে আটক করা হয়েছে।

অভিযানের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০-৪০ বছরের মধ্যে বয়সী সবাইকে অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সনস অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অফ মাইগ্রেন্টস অ্যাক্ট (ATIPSOM) ২০০৭-এর ধারা ৫-এর অধীনে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি ফেডারেল টেরিটরি মন্ত্রী দাতুক সেরি জালালুদ্দিন আলিয়াস এবং সেন্টুল জেলা পুলিশ প্রধান এসিপি বেহ ইং লাই।

মালয়েশিয়া.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম