বক্তব্য দিয়েই বের হয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

 অনলাইন ডেস্ক 
২২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার নিরাপত্তা কাউন্সিলের একটি আলোচনায় অংশ নেন।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈঠকে নিজের বক্তব্য দিয়েই বের হয়ে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় মাত্র বক্তব্য দেওয়া শুরু করেছিলেন  যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারি। তার মুখের ওপরই বের হয়ে যান লাভরভ। 

লাভরভ বক্তব্য দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন কথা বলেন। তিনি রাশিয়ার ওপর বিভিন্ন অভিযোগ আনেন এবং প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করেন। 

কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেন লাভরভ। 

তিনি উল্টো অভিযোগ করেন দোনবাসে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়েছে ইউক্রেনের সেনারা। কিন্তু সেগুলো আড়াল করেছে পশ্চিমা ও মানবাধিকার সংস্থাগুলো। 

এদিকে এর আগেও নিজের বক্তব্য দিয়ে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন থেকে বের হয়ে গিয়েছিলেন লাভরভ।

সূত্র: আল জাজিরা

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : রাশিয়া-ইউক্রেন উত্তেজনা

২৯ সেপ্টেম্বর, ২০২৩