রাস্তা থেকে ৫৫ কোটি রুপির সোনা উদ্ধার!
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজপথ থেকে পুলিশ ৫৫ কোটি রুপির সোনা উদ্ধার করেছে।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসা একটি মারুতি গাড়িতে করে প্রায় ১১ কেজি ওজনের সোনা নিয়ে যাওয়া হচ্ছিল।
শুক্রবার ভোর ৪টার দিকে গাড়িটিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সড়কে। বেলঘরিয়া পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ওই সোনার চালান উদ্ধার করে। খবর আনন্দবাজার পত্রিকার।
এ ঘটনায় গাড়ির চালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সোনা কোথা থেকে এলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে আটকদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিসি অজয় প্রসাদ।
তিনি জানান, পুলিশের কাছে আগে থেকেই এ ব্যাপারে খবর ছিল। তাই ওই এলাকার পুলিশকে আগে থেকে সতর্ক করাও হয়েছিল।
শুক্রবার ভোরে ব্যারাকপুরের কাছে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয় পুলিশের। তার পরেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই ১১ কেজি সোনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাস্তা থেকে ৫৫ কোটি রুপির সোনা উদ্ধার!
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজপথ থেকে পুলিশ ৫৫ কোটি রুপির সোনা উদ্ধার করেছে।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসা একটি মারুতি গাড়িতে করে প্রায় ১১ কেজি ওজনের সোনা নিয়ে যাওয়া হচ্ছিল।
শুক্রবার ভোর ৪টার দিকে গাড়িটিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সড়কে। বেলঘরিয়া পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ওই সোনার চালান উদ্ধার করে। খবর আনন্দবাজার পত্রিকার।
এ ঘটনায় গাড়ির চালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সোনা কোথা থেকে এলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে আটকদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিসি অজয় প্রসাদ।
তিনি জানান, পুলিশের কাছে আগে থেকেই এ ব্যাপারে খবর ছিল। তাই ওই এলাকার পুলিশকে আগে থেকে সতর্ক করাও হয়েছিল।
শুক্রবার ভোরে ব্যারাকপুরের কাছে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয় পুলিশের। তার পরেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই ১১ কেজি সোনা।