Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে আলোচনা জরুরি, জানাল রাশিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১ পিএম

ইউক্রেনের সঙ্গে আলোচনা জরুরি, জানাল রাশিয়া

প্রতীকী ছবি

ইউক্রেনের সঙ্গে আলোচনা জরুরি বলে জানিয়েছে রাশিয়া। তবে অদূর ভবিষ্যতে এই আলোচনা শুরু হতে পারে এমন কোনো লক্ষণ নেই বলেও শুক্রবার রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে।  অনেক মাস আগে ওই আলোচনা বন্ধের পেছনে ইউক্রেনকেই দায়ি করেছে মস্কো। 

ক্রেমলিনের  মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব তথ্য জানান বলে রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভকে জিজ্ঞাসা করা হয় বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা আছে কি না। জবাবে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই। আমাদের লক্ষ্য অর্জনের জন্যই এটা প্রয়োজন। কিন্তু, আমরা আগেই বলেছি, আমরা আলোচনা প্রক্রিয়ার কোনো পূর্বশর্ত চাই না। 


 

রাশিয়া ইউক্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম