পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান দিয়ে ন্যাটোর মহড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৮:৫৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
উত্তর মহাসাগরে সোমবার থেকে পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান দিয়ে মহড়া শুরু করছে ন্যাটো।
‘স্টিডফাস্ট নুন’ নামে ওই মহড়ায় পরমাণু বোমা বহনকারী মার্কিন বি-৫২ যুদ্ধবিমানসহ বেলজিয়াম ও যুক্তরাজ্যের ৬০টি বিমান অংশ নেবে। খবর রয়টার্সের।
ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে পরমাণু বোমা বহন করে কীভাবে হামলা চালানো যায়—এ বিষয়ে প্রশিক্ষণের জন্য এ মহড়ার আয়োজন করা হচ্ছে।
এ মহড়া চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। ন্যাটো গত শুক্রবার ‘স্টিডফাস্ট নুন’ নামের এই সামরিক মহড়ার ঘোষণা দেয়। এতে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান অংশ নেবে।
তবে মহড়ায় কোনো তাজা পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না এবং মহড়াটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে।
একই সময়ে রাশিয়াও সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। মস্কোর গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে ন্যাটো।
