Logo
Logo
×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে প্রাণ গেল ২০ জনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৪:৫৯ এএম

কলম্বিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে প্রাণ গেল ২০ জনের

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গিয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্যান-আমেরিকান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

বাসটি বন্দরনগরী টুমাকো থেকে কলম্বিয়ার আরেক বন্দরনগরী কালীর দিকে যাচ্ছিল। মাঝপথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে তিন বছর বয়সি এক মেয়েশিশু এবং আট বছরের এক ছেলেশিশু রয়েছে।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, ঘনকুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ ৯ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

কলম্বিয়া. নিয়ন্ত্রণ হারিয়ে. বাস উল্টে .প্রাণ গেল ২০ জনের.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম