Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া খেরসনকে মৃত্যুপুরী বানাবে: ইউক্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৬:২২ পিএম

রাশিয়া খেরসনকে মৃত্যুপুরী বানাবে: ইউক্রেন

দক্ষিণ ইউক্রেনের খেরসন শহর থেকে বুধবার সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ক্রেমলিন।

খেরসন থেকে সেনাপ্রত্যাহারে রাশিয়ান ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেছেন, ‘রাশিয়া খেরসনকে মৃত্যুপুরীতে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবর আল- আরাবিয়ার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাজনৈতিক উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক এ আশঙ্কার কথা জানান।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বুধবার রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন।

সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর অন্যতম। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন।

খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হলো খেরসন শহর। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান দুই দেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

রাশিয়া নদীর অপর প্রান্ত থেকে খেরসনে ভয়াবহ হামলা করে এ শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্টের ওই উপদেষ্টা।

খেরসন শহরটি ছিল রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলাকালীন প্রথম শহুরে কেন্দ্র এবং ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে মস্কোর বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত একমাত্র আঞ্চলিক রাজধানী।

ইউক্রেনের সেনারা গত কয়েক সপ্তাহ ধরে কৃষ্ণ সাগরের কাছে শহরের পথে গ্রামগুলো দখল করে নিচ্ছে এবং খেরসনে ক্রেমলিন-পন্থী নেতারা বেসামরিক লোকজনকে সরিয়ে নিচ্ছে। এ পর্যন্ত স্থানান্তর করা হয়েছে ১ লাখ ১৫ হাজার অধিবাসীকে। 

রাশিয়া . ইউক্রেন.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম