Logo
Logo
×

আন্তর্জাতিক

মেক্সিকোতে ‘এল চাপোর’ ছেলেকে গ্রেফতারের পর দাঙ্গা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০২:৪০ পিএম

মেক্সিকোতে ‘এল চাপোর’ ছেলেকে গ্রেফতারের পর দাঙ্গা

মেক্সিকোর কুখ্যাত কারাবন্দি মাদকসম্রাট ‘এল চাপো’র এক ছেলেকে গ্রেফতারের পর সিনালোয়া রাজ্যে দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

ছয় মাস ধরে নজরদারির পর চালানো অভিযানে বৃহস্পতিবার রাজ্যটির কুলিয়াকান শহর থেকে ওভিদিও গুজম্যান লোপেজকে গ্রেফতার করা হয়, এর পর পরই সেখানে দাঙ্গা শুরু হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

মাদক কারবারে লিপ্ত অপরাধী দলের ক্ষিপ্ত সদস্যরা রাস্তা অবরোধ করে গাড়িতে আগুন দেয় এবং স্থানীয় বিমানবন্দরে হামলা চালায় বলে জানিয়েছে।

গুজম্যান লোপেজ (৩২) নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টেলে’র নেতা বলে দাবি করতেন।

বিমানবন্দরে হামলার সময় দুটি উড়োজাহাজে গুলি লাগে, এর মধ্যে একটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনার পর সিনালোয়ার তিনটি বিমানবন্দরের শতাধিক ফ্লাইট বাতিল হয়।

এর আগে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যটির গভর্নর।

আগামী সপ্তাহে মেক্সিকোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের কথা রয়েছে, তার আগে শীর্ষ এ মাদক কারবারি গ্রেফতার হলো। কেউ তথ্য দিয়ে গুজম্যান লোপেজকে গ্রেফতারে সহায়তা করলে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী সিনালোয়া কার্টেলের জ্যেষ্ঠ সদস্য গুজম্যান লোপেজকে গ্রেফতার করেছে, তিনি এখন রাজধানী মেক্সিকো সিটিতে আছেন।

 

মেক্সিকো. দাঙ্গা.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম