Logo
Logo
×

আন্তর্জাতিক

৩ মাসের মধ্যে এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:১৪ এএম

৩ মাসের মধ্যে এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে রোববার ইরানের এমপিরা জানিয়েছেন।

যুদ্ধবিমান ছাড়াও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে ইরান। খবর আনাদোলুর।

ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজকে রোববার এসব কথা জানান।

শাহরিয়ার হায়দারি বলেন, আগামী ২১ মার্চ ইরানি নববর্ষ শুরু হবে। এই সময়ের মধ্যেই রাশিয়া থেকে এসইউ-৩৫ যুদ্ধবিমান এসে তেহরান পৌঁছাবে।

তারও আগে অত্যাধুনিক হেলিকপ্টার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এসে ইরানে পৌঁছাবে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ইরান তার বিমানবাহিনীকে সমৃদ্ধ করতে দুই ইঞ্জিনবিশিষ্ট চতুর্থ প্রজন্মের ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করছে রাশিয়া থেকে।

এসব যুদ্ধবিমান ইরানের মধ্যাঞ্চল ইস্পাহানে অবস্থিত দেশটির কৌশলগত সামরিকঘাঁটি আতাব-৮ (টেকটিক্যাল এয়ার বেস) এ রাখা হবে।

ইরান ১৯৯০ সালে রাশিয়ার কাছ থেকে মিগ-২৯ যুদ্ধবিমান কিনেছিল। এর পর আর কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে পারেনি।

এসইউ-৩৫ .রুশ যুদ্ধবিমান. ইরান.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম