Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৬:০০ পিএম

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। 

বুধবার বাতান প্রদেশে এটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালের দিকে উড্ডয়নের ৪০ মিনিট পর রাজধানী ম্যানিলার পশ্চিমের বাতান প্রদেশের ধানক্ষেতে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এতে এসএফ০২৬০ টিপি মার্চেত্তি নামের বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এ দুর্ঘটনার পর ফিলিপাইনের সামরিক বাহিনীর এসএফ-২৬০ টিপি প্রশিক্ষণ বিমান বহরের সব বিমান সাময়িকভাবে গ্রাউন্ড করা হয়েছে।

ফিলিপাইন বিমান বিধ্বস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম