Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, হতাহত ৯২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৩:১১ পিএম

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, হতাহত ৯২

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। সোমবার জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত মসজিদে এ বিস্ফোরণ ঘটে।  খবর ডন ও জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে।  তিনি নামাজের সময় সামনের কাতারে অবস্থান করছিলেন। 

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৫০ মুসল্লি আহত হয়েছেন।  তবে আত্মঘাতী হামলাকারী বেঁচে আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

ডন জানিয়েছে, বেলা পৌনে ২টার দিকে  বিস্ফোরণ ঘটায় হামলাকারী।  নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে।  তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

পাকিস্তান বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম