Logo
Logo
×

আন্তর্জাতিক

রাতে কিশোরীর সঙ্গে দেখা করায় যে দশা হলো যুবকের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪১ পিএম

রাতে কিশোরীর সঙ্গে দেখা করায় যে দশা হলো যুবকের

প্রতীকী ছবি

এক কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয়েছেন এক যুবক। তাকে গাছে বেঁধে মারধরের পর জোর করে প্রস্রাব খাওয়ানো হয় বলে অভিযোগ উঠেছে। 

রোববার রাতে ভারতের রাজস্থানের জালোর জেলার এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ ৬ জনকে আটক করেছে।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রোববার রাতে কিশোরীর সঙ্গে গ্রামে দেখা করতে যান ওই যুবক।  এ সময় কয়েক জন লোক তাকে ঘিরে ধরেন। এদের মধ্যে কিশোরীর পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। গ্রামে ঢোকার কারণে তাকে মারধর করেন তারা। পরে তাকে গাছে বেঁধে রাখেন।

খবর পেয়ে ভিকটিমের পরিবার ওই গ্রামে ছুটে আসেন। ওই যুবককে ছেড়ে দেওয়ার জন্য তারা অনুরোধ করেন। কিন্তু পরিবারের সামনেই তাকে আবার মারধর করা হয়। ছেড়ে দেওয়ার আগে জোর করে মুখে প্রস্রাব ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ।

জালোরের পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানান, এ ঘটনায় কেউ মামলা করেনি। ভুক্তভোগী যুবক ও তার পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছ থেকে অভিযোগ জমা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।

কিশোরী দেখা দশা যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম