পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষ, নিহত ২১
অনলাইন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮:৩৫ | অনলাইন সংস্করণ
পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে
সংঘর্ষের পর দুটি গাড়িই খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। খবর ডনের।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী ছিল।
দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্যনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষ, নিহত ২১
পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে
সংঘর্ষের পর দুটি গাড়িই খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। খবর ডনের।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী ছিল।
দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্যনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।