Logo
Logo
×

আন্তর্জাতিক

ইহুদি বসতকারীর গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০০ পিএম

ইহুদি বসতকারীর গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

পশ্চিমতীরের উত্তরাঞ্চলে ইহুদি বসতকারীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার একটি জলপাই বাগানের পাশে ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর এপির।

এদিকে অধিকৃত জেরুজালেমে বায়তুল মুকাদ্দাস এলাকায় একটি বাসস্ট্যান্ডের কাছে গত শুক্রবার এক ফিলিস্তিনি যুবকের গাড়িচাপায় আহত ৮ বছর বয়সি এক ইসরাইলি শিশু শনিবার মারা গেছে।

এ নিয়ে ওই গাড়িচাপার ঘটনায় তিন ইসরাইলির মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ ইসরাইলি। হতাহতদের সবাই ফিলিস্তিনি ভূমি দখলকারী।

ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে বায়তুল মুকাদ্দাসের রামুত এলাকায় যে ইহুদি উপশহর নির্মাণ করা হয়েছে, তারা সেখানে বাস করত।

ইসরাইলের বিভিন্ন সূত্র জানিয়েছে, শুক্রবার হোসেন কারাক (৩১) নামে ওই ফিলিস্তিনি যুবক কয়েকজন ইসরাইলির ওপর গাড়ি উঠিয়ে দিয়ে তাদের হত্যার চেষ্টা চালান।

এ ঘটনায় আল-ইয়াসবিয়া এলাকার বাসিন্দা হোসেন কারাককে ইসরাইলি বাহিনী গুলি করে হত্যা করেছে।

এর পর তার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী, বাবা ও ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

ইহুদি .বসতকারী. গুলি. ফিলিস্তিনি যুবক. নিহত.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম