Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানি প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার বন্ধ করে দিল হ্যাকাররা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৯ পিএম

ইরানি প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার বন্ধ করে দিল হ্যাকাররা

ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকীতে শনিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দেওয়া ভাষণ সম্প্রচার বন্ধ করে দেয় হ্যাকাররা।

সরকারবিরোধী একটি হ্যাকার গ্রুপ শরিবার প্রেসিডেন্টের এ ভাষণ সম্প্রচারে বিঘ্ন ঘটায়। খবর সিএনএনের।
 
ইব্রাহিম রাইসির সরকার বর্তমানে তরুণদের চাপের মধ্যে আছে। পুলিশ হেফাজতে নিহত কুর্দি তরুণী মাসাহ আমিনিকে নিয়ে বেশ বেকায়দায় পড়েছে ইরানের সরকার।
 
তেহরানের আজাদি স্কোয়ারে শনিবার রাইসির ভাষণের সময় তা ইন্টারনেটে সম্প্রচারের সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেয় 'জাস্টিজ অব আলী' নামে একটি হ্যাকার গ্রুপ।

এ সময় সেখানে 'আসলামি প্রজাতন্ত্রের মৃত্যু' লেখাটি ওই ওয়েবসাইটে প্রদর্শিত হয়।

ইরানি .প্রেসিডেন্টের ভাষণ. সম্প্রচার বন্ধ .হ্যাকার.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম