মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডেতে শতাধিক বিয়ের রেকর্ড
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডেতে একটি গণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার এই শতাধিক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
মূলত সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার জন্য দেশটির সর্বশেষ রাজ্যগুলোর একটিতে এমন বিয়ের আয়োজন করা হয়। খবর এএফপির।
এদিন বিয়েবন্ধনে আবদ্ধ হওয়া ২৪ বছর বয়সি সারাই ভার্গাস বলেন, এটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তারিখ। কারণ আমরা ১৪ ফেব্রুয়ারি দেখা করি। আর এই সাক্ষাতের সূত্র ধরেই আমি আমার সঙ্গী ইয়াজমিন অ্যাকোস্তাকে বিয়ে করি।
তিনি আরও বলেন, আমরা খুশি কারণ, এখানে মেক্সিকো রাজ্যে মাত্র তিন মাস আগে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া হয়। তাই আমারা এ বছর বিয়ে করার সিদ্ধান্ত নিই।
পৌরসভার এক কর্মকর্তা জানান, প্রায় এক হাজার দম্পতি এ অনুষ্ঠানে অংশ নেন। তাদেরকে কর্তৃপক্ষ হেয়ারড্রেসিং এবং মেক-আপ পরিষেবা দেয়।
