Logo
Logo
×

আন্তর্জাতিক

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের এমআরআই সম্পন্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৫ পিএম

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের এমআরআই সম্পন্ন

কানাডার অন্টারিওতে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়ের এমআরআই পরীক্ষা করা হয়েছে।

নিবিড়ের এমআরআই হলেও তার ফল পাওয়া যায়নি। নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে বের করে তাকে নল দিয়ে তরল সম্পূরক খাবার খাওয়ানোর চেষ্টা করা হয়েছে।

আগের দিনের চেয়ে নিবিড়ের অবস্থা ভালো বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে অন্টারিওর ডান্ডাস স্ট্রিট সাউথবাউন্ড হাইওয়ে ৪২৭-এ সড়ক দুর্ঘটনার শিকার হয় কুমার নিবিড়ের গাড়িটি।

ওই গাড়িতে থাকা অন্য তিন বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত নিহত হয়েছেন।

গুরুতর আহতাবস্থায় কুমার নিবিড়কে ভর্তি করা হয় টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে। অসুস্থ ছেলের পাশে থাকতে স্ত্রীকে নিয়ে কানাডায় আছেন কুমার বিশ্বজিৎ।

 

কুমার বিশ্বজিতের ছেলে. নিবিড়ের এমআরআই সম্পন্ন.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম