Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কে ১৮৪ ভবন নির্মাতা গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম

তুরস্কে ১৮৪ ভবন নির্মাতা গ্রেফতার

তুরস্কে ভবন নির্মাণে গাফিলতি ও অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ১৮৪ ভবনমালিক এবং নির্মাতাকে গ্রেফতার করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

এ ছাড়া আরও ছয়শতাধিক ভবন নির্মাতার বিষয়ে তদন্ত চলছে বলে শনিবার দেশটির আইনমন্ত্রী বাকির বজদাগ জানিয়েছেন।

এদের মধ্যে ঠিকাদারও রয়েছেন। বছরের পর বছর ধরে সরকার ভবন নির্মাতাদের শতর্ক করে এলেও তারা তাতে কর্ণপাত করেননি।  

তুর্কি সরকারের দাবি, নিম্নমানের ভবন নির্মাণের কারণেই এত বিপুলসংখ্যক বাড়িঘর ধসে এত মানুষ মারা গেছে।

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনার অপরিমেয় ক্ষতি হয়েছে।

তুরস্কে. ১৮৪ ভবন নির্মাতা. গ্রেফতার.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম