Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের মধ্যস্থতায় জোড়া লাগছে ইরান-সৌদি সম্পর্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৯:০৯ এএম

চীনের মধ্যস্থতায় জোড়া লাগছে ইরান-সৌদি সম্পর্ক

চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করতে একমত হয়েছে।

চীনের রাজধানী বেইজিংয়ে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় দেশ দুটি তেহরান ও রিয়াদে নিজ নিজ দূতাবাস খুলবে।

ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার সাত বছর পর দুই দেশ আবার সম্পর্ক পুনর্বহাল করতে রাজি হলো। খবর ইরনার।

শুক্রবার এই চুক্তি সইয়ের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল-আইবানের মধ্যে বেইজিংয়ে কয়েক দিন ধরে দীর্ঘ আলোচনা হয়।

দুই দেশের মধ্যে চুক্তির পর ইরান, সৌদি আরব এবং চীন যৌথ একটি বিবৃতি দিয়েছে। গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চীন সফর করেন এবং সেই সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি বৈঠক করেন।

এর পর ইরান ও সৌদি আরবের মধ্যে এ চুক্তি হলো। চুক্তি সইয়ের ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের পরিচালক ওয়াং ই বিশেষ ভূমিকা রাখেন।

চীনের মধ্যস্থতা. জোড়া লাগছে .ইরান-সৌদি সম্পর্ক.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম