নতুন ডিউক অব এডিনবরা হলেন প্রিন্স অ্যাডওয়ার্ড
jugantor
নতুন ডিউক অব এডিনবরা হলেন প্রিন্স অ্যাডওয়ার্ড

  অনলাইন ডেস্ক  

১১ মার্চ ২০২৩, ১৫:০৫:৪১  |  অনলাইন সংস্করণ

নতুন ডিউক অব এডিনবরা হলেন প্রিন্স অ্যাডওয়ার্ড

রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত বাবা প্রিন্স ফিলিপের ‘ডিউক অব এডিনবরা’ উপাধিতে ভূষিত করেছেন ভাই অ্যাডওয়ার্ডকে।

বাকিংহাম প্যালেস এক ঘোষণায় এ কথা জানিয়েছে। ফিলিপের মৃত্যুর প্রায় দুই বছর পর তার ছোট ছেলে প্রিন্স অ্যাডওয়ার্ড নতুন ডিউক অব এডিনবরা হলেন।

রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ইচ্ছাকে সম্মান জানিয়েই অ্যাডওয়ার্ডকে তার ৫৯তম জন্মদিনে এই পদবি দেওয়া হলো। আমৃত্যু তিনি এ পদে থাকবেন। খবর বিবিসির।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করার সময় ডিউক অব এডিনবরা পদবিটি পেয়েছিলেন। এলিজাবেথ পরে ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ হন।

রানি মারা যান ২০২২ সালে। এর আগে ২০২১ সালে মারা যান প্রিন্স ফিলিপ। তিনি ৭০ বছর ধরে ডিউক অব এডিনবরা ছিলেন।

জানা যায়, প্রিন্স ফিলিপ সবসময়ই চাইতেন তার ছোট ছেলে অ্যাডওয়ার্ড এই উপাধি পাক। কিন্তু এ ব্যাপারে কেবল রাজা হিসাবে চার্লসেরই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল।

ব্রিটিশ রাজসিংহাসনের ১৩তম উত্তরসূরি অ্যাডওয়ার্ডের আনুষ্ঠানিকভাবে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মে মাসে। এর পরই তিনি হবেন নতুন ডিউক এবং তার স্ত্রী সোফি হবেন ডাচেস অব এডিনবরা।

নতুন ডিউক অব এডিনবরা হলেন প্রিন্স অ্যাডওয়ার্ড

 অনলাইন ডেস্ক 
১১ মার্চ ২০২৩, ০৩:০৫ পিএম  |  অনলাইন সংস্করণ
নতুন ডিউক অব এডিনবরা হলেন প্রিন্স অ্যাডওয়ার্ড
বাবা প্রিন্স ফিলিপের সঙ্গে অ্যাডওয়ার্ড -- ফাইল ছবি

রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত বাবা প্রিন্স ফিলিপের ‘ডিউক অব এডিনবরা’ উপাধিতে ভূষিত করেছেন ভাই অ্যাডওয়ার্ডকে।

বাকিংহাম প্যালেস এক ঘোষণায় এ কথা জানিয়েছে। ফিলিপের মৃত্যুর প্রায় দুই বছর পর তার ছোট ছেলে প্রিন্স অ্যাডওয়ার্ড নতুন ডিউক অব এডিনবরা হলেন।

রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ইচ্ছাকে সম্মান জানিয়েই অ্যাডওয়ার্ডকে তার ৫৯তম জন্মদিনে এই পদবি দেওয়া হলো। আমৃত্যু তিনি এ পদে থাকবেন। খবর বিবিসির।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করার সময় ডিউক অব এডিনবরা পদবিটি পেয়েছিলেন। এলিজাবেথ পরে ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ হন।

রানি মারা যান ২০২২ সালে। এর আগে ২০২১ সালে মারা যান প্রিন্স ফিলিপ। তিনি ৭০ বছর ধরে ডিউক অব এডিনবরা ছিলেন।

জানা যায়, প্রিন্স ফিলিপ সবসময়ই চাইতেন তার ছোট ছেলে অ্যাডওয়ার্ড এই উপাধি পাক। কিন্তু এ ব্যাপারে কেবল রাজা হিসাবে চার্লসেরই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল।

ব্রিটিশ রাজসিংহাসনের ১৩তম উত্তরসূরি অ্যাডওয়ার্ডের আনুষ্ঠানিকভাবে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মে মাসে। এর পরই তিনি হবেন নতুন ডিউক এবং তার স্ত্রী সোফি হবেন ডাচেস অব এডিনবরা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন