Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে লাখো ইসরাইলির বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:০৬ পিএম

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে লাখো ইসরাইলির বিক্ষোভ

ইসরাইলের ইতিহাসে অন্যতম বড় বিক্ষোভ হয়েছে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে। শনিবার ইসরাইলের রাস্তায় কয়েক লাখ মানুষ নেমে আসেন।

বিচারব্যবস্থার আমূল পরিবর্তন আনতে সরকারি পরিকল্পনার প্রতিবাদে ১০ সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে।

হাইফা শহরে রেকর্ডসংখ্যক বিক্ষোভকারী রাস্তায় নামে। আর তেলআবিবের রাস্তায় দুই লাখ মানুষ নেমেছে। আয়োজকরা বলছেন, শনিবার ইসরাইলের ভিন্ন শহরের ৫ লক্ষাধিক মানুষ নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীরা বলছেন, বিচারব্যবস্থার সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলেছে, বিচারব্যবস্থার পরিবর্তন ভোটারদের জন্য ভালো হবে।

ইসরাইলের হারেৎজ পত্রিকা বলছে, দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সংকট।

নেতানিয়াহু.ইসরাইলির বিক্ষোভ.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম