অস্ট্রেলিয়ায় নজর কাড়ছে সাদা ক্যাঙ্গারু 
jugantor
অস্ট্রেলিয়ায় নজর কাড়ছে সাদা ক্যাঙ্গারু 

  অনলাইন ডেস্ক  

১২ মার্চ ২০২৩, ২১:১০:৩০  |  অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি। এবার এই দেশটিতে বিরল প্রজাতির ক্যাঙ্গারুর দেখা মিলেছে। সাদা রঙের একদল ক্যাঙ্গারুর ছবি ফেসবুকে ইতোমধ্যেই ভাইরাল। অন্যান্য প্রজাতির সচরাচর দেখা মিললেও সাদা রঙের এমন ক্যাঙ্গারুর দেখা পাওয়া বিরল ঘটনা।

সাধারণত ৫০ হাজার থেকে এক লাখে একটি সাদা ক্যাঙ্গারুর প্রজনন হয়ে থাকে। সম্প্রতি দেশটির মর্নিংটন উপদ্বীপে প্যানোরামা অভয়ারণ্যে ক্যাঙ্গারুগুলোর দেখা মেলে।

প্যানোরামা গার্ডেন এস্টেট ৭ দিন আগে তাদের ফেসবুক পেজে সাদা ক্যাঙ্গারুগুলোর ছবি পোস্ট করে। পশুপ্রেমীদের সাড়া মিলেছে দারুণ। ক্যাঙ্গারুগুলোর আবাসস্থল প্রকাশ করায় শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। খবর এনডিটিভির।

অস্ট্রেলিয়ায় নজর কাড়ছে সাদা ক্যাঙ্গারু 

 অনলাইন ডেস্ক 
১২ মার্চ ২০২৩, ০৯:১০ পিএম  |  অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি। এবার এই দেশটিতে বিরল প্রজাতির ক্যাঙ্গারুর দেখা মিলেছে। সাদা রঙের একদল ক্যাঙ্গারুর ছবি ফেসবুকে ইতোমধ্যেই ভাইরাল। অন্যান্য প্রজাতির সচরাচর দেখা মিললেও সাদা রঙের এমন ক্যাঙ্গারুর দেখা পাওয়া বিরল ঘটনা। 

সাধারণত ৫০ হাজার থেকে এক লাখে একটি সাদা ক্যাঙ্গারুর প্রজনন হয়ে থাকে। সম্প্রতি দেশটির মর্নিংটন উপদ্বীপে প্যানোরামা অভয়ারণ্যে ক্যাঙ্গারুগুলোর দেখা মেলে।

প্যানোরামা গার্ডেন এস্টেট ৭ দিন আগে তাদের ফেসবুক পেজে সাদা ক্যাঙ্গারুগুলোর ছবি পোস্ট করে। পশুপ্রেমীদের সাড়া মিলেছে দারুণ। ক্যাঙ্গারুগুলোর আবাসস্থল প্রকাশ করায় শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। খবর এনডিটিভির। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন