Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ার অস্ত্র গুদামে ইসরাইলের বিমান হামলা, নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০১:০১ পিএম

সিরিয়ার অস্ত্র গুদামে ইসরাইলের বিমান হামলা, নিহত ২

সিরিয়ার একটি অস্ত্র গুদামে রোববার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল।  

এতে ইরানপন্থি দুই সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন। খবর জিওনিউজের।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রাহমান বলেন, তারতাস ও হামা প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এলাকায় ইরানের একটি সামরিকঘাঁটির মধ্যে অবস্থিত ওই অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

বার্তা সংস্থা এপি জানায়, নিহত দুজন ইরানি সেনা সদস্য ও আহত তিনজন সিরীয় সেনা সদস্য।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে লেবানন সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়ায় হামলা চালায় ইসরাইলের বিমান।

এ সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করতে পারলেও একটি ক্ষেপণাস্ত্র গিয়ে অস্ত্র গুদামে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সিরিয়া.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম