ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে সৌদি আরব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৩:০৭ পিএম
সৌদি বাদশাহ সালমানের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক। ছবি: আনাদুলু
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি রিয়াদ ও তেহরানের মধ্যে যে চুক্তি হয়েছে, তার আলোকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আশা করছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে এমন আশা প্রকাশ করা হয়।
এর আগে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে ঐতহাসিক ওই চুক্তি হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘ ৭ বছরের বৈরিতার অবসান ঘটে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, রাজধানী রিয়াদে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সম্প্রতি সম্পাদিত চুক্তির স্তম্ভ ও ভিত্তির আলোকে গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্ত্রিসভার বৈঠকে আরও বলা হয়, এর মাধ্যমে দুই দেশ ও অঞ্চলের উপকার হবে। সাধারণভাবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
ইরান ও সৌদির মধ্যে সম্পাদিত চুক্তিতে জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্য, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক কনভেনশন ও নিয়মাবলী মেনে চলার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া চুক্তিটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার নীতি এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টিও নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সৌদি মন্ত্রিসভার বৈঠকে অঞ্চল ও বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতার গুরুত্ব এবং আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের ওপরও জোর দেওয়া হয়েছে।
