ইউক্রেনকে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা পোল্যান্ডের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১০:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ট্যাংকের পর এবার ইউক্রেনকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিল পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।
তিনি বলেন, পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত-নির্মিত চারটি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। বাকি যুদ্ধবিমানগুলো পরীক্ষার পর ইউক্রেনকে হস্তান্তর করা হবে।
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।
ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা।
যদিও স্লোভাকিয়া বলেছে, তারা যে মিগ যুদ্ধবিমানগুলো আর ব্যবহার করছে না সেগুলো ইউক্রেনে পাঠাতে পারে।
এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্তে এখনো একমত হতে পারছে না পশ্চিমা দেশগুলো। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
