সোনারগাঁও প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:৩৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে এই সাধারণসভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং সোনারগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক।
এ ছাড়া সভায় সাধারণ রিপোর্ট পেশ করেন সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক।
আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান। পরে সাধারণ রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদনের ওপর আলোচনা করেন উপস্থিত সদস্যরা।
বার্ষিক সাধারণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম রিপন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সোনারগাঁও প্রেসক্লাবের সহসভাপতি মোক্তার হোসেন মোল্লা, ফজলে রাব্বি সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য হারুন অর রশিদ, মাহবুব আলম, সালমা আক্তার কনা, মোকাররম মোল্লা মামুন, খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট, কাজী সেলিম রেজা, গিয়াস কামালসহ ক্লাবের অন্যান্য সদস্য।
