Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা ইমরানের আবেদন নাকচ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৩:১৬ পিএম

গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা ইমরানের আবেদন নাকচ

তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমস্ত্রী ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা আবেদন নাকচ করেছেন ইসলামাবাদের আদালত।

ইসলামাবাদের হাইকোর্ট শুক্রবার জানিয়েছে, ইমরান খানের বায়োম্যাট্রিক ভ্যারিফিকেশন তাদের কাছে নেই। তা ছাড়া এ বিষয়ে আদালত তাদের সিদ্ধান্ত আগেই জানিয়েছেন। একই বিষয় নিয়ে বারবার শুনানি করবেন না আদালত। খবর জিও নিউজের।

এ কারণে ইমরান খান শনিবার আদালতে হাজির হতে পারেন। বৃহস্পতিবার তার আইনজীবীরা আদালতে মুচলেকা দিয়ে বলেছেন, শনিবার আদালতে যাবেন ইমরান খান।

বৃহস্পতিবার ইমরান খানের বাড়ির সামনে শত শত সমর্থক জড়ো হয়ে তাকে গ্রেফতারে বাধা দেন।

এর আগে গত বুধবার ইমরানকে গ্রেফতারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পুলিশ। পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

সমর্থকরাও ইটপাটকেল ছোড়েন। ইমরানকে গ্রেফতার করার কোনো সুযোগ পুলিশকে দেননি সমর্থকরা।
 

ইমরান খান.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম