সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্য: বাশার
অনলাইন ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১৫:২৬:৪৬ | অনলাইন সংস্করণ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছেন।
ইরাক ও জর্ডান সীমান্তবর্তী কৌশলগত আল-তানাফ এলাকায় ওই মার্কিন ঘাঁটি অবস্থিত বলে জানিয়েছেন তিনি। খবর রুশ বার্তা সংস্থা স্পুৎনিককের।
রাশিয়া সফরকারী প্রেসিডেন্ট আসাদ রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আল-তানাফ অঞ্চলে আমাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে হচ্ছে।
আল-তানাফ অঞ্চলকে পুরোপুরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মরু অঞ্চলে মার্কিন সেনাদের শুধু এই একটি কাজেই মোতায়েন রাখা হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কিন সেনারা তাদের ব্যারাকগুলোকে যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেখানে হাজার হাজার সন্ত্রাসীকে তাদের পরিবারসহ থাকতে দেওয়া হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাদের সময়মতো বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়। প্রেসিডেন্ট আসাদ বলেন, তার কাছে এ সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্য: বাশার
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছেন।
ইরাক ও জর্ডান সীমান্তবর্তী কৌশলগত আল-তানাফ এলাকায় ওই মার্কিন ঘাঁটি অবস্থিত বলে জানিয়েছেন তিনি। খবর রুশ বার্তা সংস্থা স্পুৎনিককের।
রাশিয়া সফরকারী প্রেসিডেন্ট আসাদ রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আল-তানাফ অঞ্চলে আমাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে হচ্ছে।
আল-তানাফ অঞ্চলকে পুরোপুরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মরু অঞ্চলে মার্কিন সেনাদের শুধু এই একটি কাজেই মোতায়েন রাখা হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কিন সেনারা তাদের ব্যারাকগুলোকে যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেখানে হাজার হাজার সন্ত্রাসীকে তাদের পরিবারসহ থাকতে দেওয়া হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাদের সময়মতো বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়। প্রেসিডেন্ট আসাদ বলেন, তার কাছে এ সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে।