পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ইকুয়েডরেও। এতে উভয়দেশে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই পেরুর নাগরিক।
কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় নেমে আসে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিলের প্রায় ৮০ কিলোমিটার বা ৫০ মাইল দক্ষিণে কম্পনটির উৎপত্তি হয়।
ভূমিকম্পের কারণে সুনামি হওয়ার সম্ভাবনা দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ইকুয়েডরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পেরুতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইকুয়েডরের কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১২৬ জন আহত হয়েছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো সাংবাদিকদের বলেছেন, সন্দেহ নেই এই ভূমিকম্প জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, অবিলম্বে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সমস্ত মন্ত্রণালয় সক্রিয় এবং পর্যাপ্ত অর্থনৈতিক সংস্থান রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ইকুয়েডরেও। এতে উভয়দেশে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই পেরুর নাগরিক।
কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় নেমে আসে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিলের প্রায় ৮০ কিলোমিটার বা ৫০ মাইল দক্ষিণে কম্পনটির উৎপত্তি হয়।
ভূমিকম্পের কারণে সুনামি হওয়ার সম্ভাবনা দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ইকুয়েডরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পেরুতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইকুয়েডরের কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১২৬ জন আহত হয়েছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো সাংবাদিকদের বলেছেন, সন্দেহ নেই এই ভূমিকম্প জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, অবিলম্বে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সমস্ত মন্ত্রণালয় সক্রিয় এবং পর্যাপ্ত অর্থনৈতিক সংস্থান রয়েছে।