|
ফলো করুন |
|
|---|---|
সুইডেন জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্কোগোস ব্যাডমিন্টন রেন্জারস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ এ আয়োজন করা হয়।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে এ খেলাটি উদ্বোধন করা হয়।
এদিকে টুর্নামেন্ট কমিটির দায়িত্বে ছিলেন নাজমুল হাছান খান, গাজী মহিউদ্দিন, জয়দীপ পাল ও মাহবুব আলম তুষার। এতে ১৬ জন খেলোয়াড় আটটি দলে অংশ নেন। সেখানে রেফারি ছিলেন নিকি হাছান খান ও কাউছার আহম্মেদ।
অন্যদিকে লাইছমেন ছিলেন খালেদ আলী, মিরছাব। এই প্রতিযোগিতায় বিজয়ী হন নাজমুল-শুভ, প্রথম রানার্সআপ হন তুষার-বায়জিদ ও দ্বিতীয় রানার্সআপ হন গাজী- জয়দীপ।
খেলা শেষে অনাড়ম্বর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদি হাসান প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও।
